এরকম উন্নতির খবর দেখতেও ভালো লাগে। স্কুল-শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট এবং খিঁচুড়ি কীভাবে বিতরণ করা যায় তা দেখার জন্য ৫০০ সরকারি কর্মকর্তা বিদেশ ভ্রমণ করবেন। এর জন্য বাজেট চাওয়া হয়েছে মাত্র ৫ কোটি টাকা। মাথাপিছু ১ লক্ষ টাকা দিয়ে কি বিদেশ-ভ্রমণ হয়? তাছাড়া এত জটিল একটা ব্যাপার শেখার জন্য কত দীর্ঘ সাধনা এবং প্রশিক্ষণের দরকার হয়। বিস্কুট আর খিঁচুড়ি বিতরণে দক্ষতা অর্জন কি চাট্টিখানি কথা নাকি? তাছাড়া বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার মত দরিদ্র দেশ নাকি যে সব ধরনের বিদেশ-ভ্রমণ বন্ধ করে করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবে?
১৬/৯/২০২১
No comments:
Post a Comment