Saturday 12 June 2021

আইনস্টাইন ও হকিং স্মরণে

 




বিজ্ঞান খুবই নৈর্ব্যক্তিক বিষয়। আদর্শিক অবস্থান থেকে বিজ্ঞানে ব্যক্তিপূজার কোনো স্থান নেই। তারপরও দেখা যায় মানুষ বিজ্ঞানীদের জীবন ও ব্যক্তিত্বকে ভালোবেসে তাদের জন্মদিন উদ্‌যাপন করে, মৃত্যুদিন স্মরণ করে। বিজ্ঞানীরাও যে রক্তমাংসের মানুষ, তাঁদেরও ক্ষুধা-তৃষ্ণা-ঘুম আছে, তারাও দরকার হলে ঝগড়া করেন, প্রেম করেন, বিয়ে করেন, তালাক দেন - এসব জানতে আমাদের খুব ভালো লাগে। আর খুব মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা এই পৃথিবীতে তাঁদের আবিষ্কারের চেয়েও ব্যক্তিত্ব ও প্রচারের কারণে জনপ্রিয়তা পান বেশি। জনপ্রিয়তার ভিত্তিতে পৃথিবীর যে দুজন বিজ্ঞানীর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তাঁরা হলেন আলবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিং। ১৪ মার্চ তারিখের সাথে এই দু'জন বিজ্ঞানীর জীবনের দুটো প্রধান ঘটনার যোগ আছে। এই দিনে ১৮৭৯ সালে জন্মেছিলেন আলবার্ট আইনস্টাইন। আর ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেছেন স্টিফেন হকিং। ১৯৫৫ সালে আইনস্টাইনের যখন মৃত্যু হয় তখন স্টিফেন হকিং-এর বয়স মাত্র ১৩ বছর। আইনস্টাইনের জীবদ্দশায় এই দুই বিজ্ঞানীর মধ্যে কোন যোগসূত্র তৈরি হয়নি। কিন্তু বিজ্ঞানীর যে মৃত্যু হয় না, তার প্রমাণ আমরা প্রতিনিয়তই পাই। আইনস্টাইন তাঁর আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব দিয়ে মহাবিশ্বের হিসেবনিকেশ বদলে দিয়েছিলেন। আর স্টিফেন হকিং আইনস্টাইনের মহাবিশ্বের জটিল হিসেবনিকেশকে নিয়ে গিয়েছেন অন্যমাত্রায়। আইনস্টাইন জীবদ্দশায় ব্ল্যাকহোলের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন। আর হকিং - এই ব্ল্যাকহোলের তত্ত্ব শুধু প্রতিষ্ঠা করেছেন তা নয়, ব্ল্যাকহোল খুঁজে পাবার পথ দেখিয়েছেন। ব্ল্যাকহোল এখন আর তত্ত্ব নয়, বাস্তব। বিজ্ঞানের জটিল তত্ত্ব আমরা বুঝি বা না বুঝি তাতে মহাবিশ্বের কিছুই যায় আসে না। কিন্তু আমরা সবাই আইনস্টাইন ও হকিং-কে ভালোবাসি তাতে কোন সন্দেহ নেই। ভালোবাসার জন্য সবকিছু বুঝতে হবে এমন কোন কথা নেই। আজকের দিন ১৪ মার্চ - আইনস্টাইন ও হকিং এর দিন।

১৪/৩/২০২১

No comments:

Post a Comment

Latest Post

Dorothy Crowfoot Hodgkin

  Look closely at the fingers of the person in the picture. Her fingers had not bent in this way due to age; she had been suffering from chr...

Popular Posts