Sunday, 13 June 2021

অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি

 


অস্ট্রেলিয়ার করোনা নিয়ন্ত্রণ পরিস্থিতি পৃথিবীর অনেক দেশের তুলনায় ভালো। গ্রাফটি দেখুন। গত ৩০ মার্চ থেকে নতুন রোগীর সংখ্যা ক্রমশ কমছে। গত এক সপ্তাহে সারাদেশে গড়ে ৩৭ জন নতুন রোগী পাওয়া গেছে। এপর্যন্ত ৪ লাখ ৩১ হাজার জনের টেস্ট করা হয়েছে এবং তা থেকে ৬৬১৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্য থেকে ৪২৫৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এপর্যন্ত ৭১ জন মারা গেছেন। মৃত্যুর হার পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক কম, আর সুস্থতার হার অনেক বেশি। অস্ট্রেলিয়ান সরকার এখনই সামাজিক দূরত্ব বুজায় রাখার আদেশ শিথিল করার পক্ষপাতী নয়। অস্ট্রেলিয়ান সরকার দেশের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দেশের জনগণকেও এই করোনা নিয়ন্ত্রণের সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন। কারণ জনগণ যদি নির্দেশনা না মেনে ঘর থেকে বের হয়ে আসতেন তাহলে দেশে সংক্রমণের হার অনেক বেড়ে যেতো, বাড়তো মৃত্যুও। 

২০ এপ্রিল ২০২০

No comments:

Post a Comment

Latest Post

James Watson – an extraordinary scientist, but an intolerable racist and misogynist man

  The “Eagle” pub on the Cambridge campus has become as famous as Cambridge University itself, having witnessed hundreds of discoveries, inn...

Popular Posts