Sunday 13 June 2021

জাহানারা ইমামের জন্মদিনে

 


10+1+8+1+14, 
9, 1+13, 9+14, 12+15+22+5, 23+9+20+8, 25+15+21, 
1+18+5, 25+15+21? 
এটি একটি প্রেমপত্র। লেখা হয়েছিল আজ থেকে প্রায় ৭৫ বছর আগে। তার উত্তরে কিশোরী জাহান লিখেছিলো - 
'পাগল হইয়া বনে বনে ফিরি
আপন গন্ধে মম
কস্তুরী মৃগ সম
কোথা দিশা খুঁজে পাই না।' 
১৯৪৮ সালে চিঠির লেখক শরীফুল আলম ইমাম-এর সাথে বিয়ের পর তিনি হলেন জাহানারা ইমাম। 
আজ তাঁর জন্মদিন। 
শুভ জন্মদিন শহীদ জননী।

৩ মে ২০২০


No comments:

Post a Comment

Latest Post

নিউক্লিয়ার শক্তির আবিষ্কার ও ম্যানহ্যাটন প্রকল্প

  “পারমাণবিক বোমার ভয়ানক বিধ্বংসী ক্ষমতা জানা সত্ত্বেও আপনি কেন বোমা তৈরিতে সহযোগিতা করেছিলেন?” ১৯৫২ সালের সেপ্টেম্বরে জাপানের ‘কাইজো’ ম্য...

Popular Posts