"এই হাত ছুঁয়েছে নীরার মুখ
আমি কি এ-হাতে কোন পাপ করতে পারি?"
কত শতবার বলেছে এদেশের লক্ষ প্রেমিক।
তবু এত পাপ তারা করে কীভাবে?
তবে কি মিথ্যা তাদের বচন!
"এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি-
এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়?"
কত লক্ষ কোটিবার উচ্চারিত হচ্ছে - ভালোবাসি।
তবু কেন এত মিথ্যা, প্রতারণা এত শত?
"আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে
মনে মনে বলি
যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো..."
এখন কেউ যোগ্য হতে চায় না
জোর দেখায়।
পুরুষালি জোরের জোরে
যোগ্যতাহীন কত শত হাত
অপমান করে নীরাকে।
সুনীলের নীরা হয়তো রয়েছে এখনো,
হারিয়ে গেছে নীরার প্রেমিক।
No comments:
Post a Comment