Friday 14 February 2020

বুধ - পর্ব ২৭


বুধ ও চাঁদ

বুধের কোন চাঁদ বা উপগ্রহ নেই। কিন্তু আমাদের পৃথিবীর চাঁদের সাথে বুধের অনেক মিল আছে। বুধ আকারে চাঁদের চেয়ে সামান্য বড়। কিন্তু চাঁদের ভূমি আর বুধের ভূমির মধ্যে যথেষ্ট মিল আছে। উভয়ের পিঠেই অসংখ্য গর্ত। উপরিস্তরে আছে মিহি ধুলো - রেগোলিথের আস্তরণ।
            আগে ধারণা করা হতো বুধও চাঁদের মতো নিষ্ক্রিয় মৃত বস্তুপিন্ড। কিন্তু বুধে অভিযানের পর দেখা গেলো যে বুধে চৌম্বকক্ষেত্র আছে যা চাঁদে নেই। তাছাড়া চাঁদের অন্তকেন্দ্র বা কোর খুবই ছোট, কিন্তু বুধের অন্তকেন্দ্র খুবই বড়। চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান ১.৬২ মিটার/বর্গ সেকেন্ড। বুধের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান ৩.৫৯ মিটার/বর্গ সেকেন্ড। বুধের অভ্যন্তরীণ গঠন আর চাঁদের অভ্যন্তরীণ গঠনও ভিন্ন। দেখা যাচ্ছে চাঁদ ও বুধের মধ্যে চেহারায় মিল থাকলেও অন্যান্য বৈশিষ্ট্যে অমিলই বেশি।

বুধ (বামে) এবং চাঁদ (ডানে) -এর ৭০০ কিলোমিটার বিস্তৃত উপরিতল। প্রচুর সাদৃশ্য আছে বুধ ও চাঁদের উপরের তলে।


মানুষ কি বুধ গ্রহে যেতে পারবে?
বুধ গ্রহে কি কোন মানুষের যাওয়া সম্ভব? সেখানে বেঁচে থাকা সম্ভব? এই প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। বুধে মানুষ যাওয়া অসম্ভব নয়, কিন্তু তা হবে অনেক বেশি খরচ সাপেক্ষ এবং জটিল। যেমন, পৃথিবী থেকে বু্ধে পৌঁছাতে সময় লাগবে প্রায় ছয় বছর। ম্যাসেঞ্জারের লেগেছে ছয় বছর। সেখান থেকে ফিরে আসতেও লাগবে কমপক্ষে ছয় বছর। নভোচারীদের সাথে করে নিয়ে যেতে হবে কমপক্ষে বারো বছরের খাবারদাবার, পানি, অক্সিজেন এবং অন্যান্য জিনিসপত্র। আর ওখানে যতদিন থাকবে ততদিনের রসদ। জিনিস যত বেশি হবে রকেটের সাইজ হবে তত বড়। জ্বালানি লাগবে তার চেয়েও বেশি। বুধের উপরিতলের অবস্থা খুবই খারাপ। বায়ুমন্ডল নেই, প্রচন্ড গরম, আবার প্রচন্ড ঠান্ডা। সেখানে সময় কাটাতে হলে স্পেস-স্যুট লাগবে যাতে প্রচন্ড গরম ও প্রচন্ড ঠান্ডায় থাকা যায়। মানুষের জন্য খুব একটা আকর্ষণীয় গ্রহ নয় বুধ। তাই আগামী কয়েক শ বছরে বুধে মানুষ যাবার ব্যাপারে আগ্রহী হবে বলে মনে হয় না।


তথ্যসূত্র

1.   Clare Gibson, the Solar System, King Books, UK, 2012
2.   Giles Sparrow, Planets and Moons, Hinkler Books, Australia, 2006.
3.   Colin Ronan, The Universe Explained, Ken Fin Books, Australia, 1997.
4.         David A Rothery, Planets a very short introduction, Oxford University Press, Great Britain, 2010.
5.   Chris Cooper, Pam Spence, Carole Stott, Stars + Planets an illustrated guide, Star Fire, London, 2007.
6.   Gerard Cheshire, The Solar System and Beyond, Evans, London, 2006.
7.   Steve Parker, Solar System, Ticktock Media Ltd, Great Britain, 2006.Clare
8.   Heather Couper and Nigel Henbest, Encyclopedia of Space, DK Publishing, UK, 2003.
9.   Robin Kerrod & Carole Stott, Hubble the Mirror on the Universe, Third Edition, David and Charles, London, 2008.
10. Patrick Moore, Mission to the Planets, Cassell, New York 1995.
11. European Space Agency's BepiColombo Page,          
      http://sci.esa.int/science-e/www/area/index.cfm?fareaid=30
12. Japan Aerospace Exploration Agency BepiColombo Page,
      http://www.jaxa.jp/projects/sat/bepi/index_e.html
13. NSSDC Master Catalog, http://nssdc.gsfc.nasa.gov/nmc/
14. Deep Space Chronicle: A Chronology of Deep Space and Planetary Probes 1958-2000, Monographs in Aerospace History No. 24, by Asif A. Siddiqi
15. National Space Science Data Center,
      http://nssdc.gsfc.nasa.gov/
16. Solar System Log by Andrew Wilson, published 1987 by Jane's Publishing Co. Ltd.
17. MESSENGER Press Kit, Johns Hopkins University Applied Physics Laboratory, Jan. 2008,
      http://www.nasa.gov/pdf/208301main_MercuryFlyby1PressKitFINAL_1_10_08.pdf
18. প্রশান্ত প্রামাণিক, গ্রহ তারক চন্দ্র তপন, জ্ঞান বিচিত্রা প্রকাশনী, আগরতলা, ২০১৩।
19. Marcus Chown and Govert Schilling, Tweeting the Universe, faber and faber, London, 2013.
20. প্রদীপ দেব, অর্ক ও সূর্যমামা: সূর্যের বিজ্ঞান, মীরা প্রকাশন, ঢাকা, ২০১৫।
21. প্রদীপ দেব, পৃথিবী: সূর্যের তৃতীয় গ্রহ, মীরা প্রকাশন, ঢাকা, ২০১৬।
22. প্রদীপ দেব, চাঁদের নাম লুনা, মীরা প্রকাশন, ঢাকা, ২০১৭।
23. Robert G Storm, in Worlds Beyond The Thrill of Planetary Exploration as Told by Leading Experts, Editor: S. Alan Stern, Cambridge University Press, UK, 2002.
24. L. T. Elkins-Tanton, Sun, Mercury, and Venus, Broomall: Infobase Publishing, 2010.
25. Pamela Elizabeth Clark, Mercury's Interior, Surface, and Surrounding Environment Latest Discoveries, Springer, New York 2015.
26. David A Rothery, Planet Mercury From Pale Pink Dot to Dynamic World, Springer, Switzerland, 2015.
27. Sir Patrick Moore, Moore on Mercury The Planet and the Missions, Springer-Verlag, London, 2007.
28.       Pamela Elizabeth Clark, Dynamic Planet Mercury in the Context of Its Environment, Springer, New York, 2007. 

No comments:

Post a Comment

Latest Post

অলিভিয়া নিউটন-জন

  কাজের সুবাদে মাঝে মধ্যে যেতে হয় অস্টিন হাসপাতালে। ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কেউ কেউ সেখানে ক্লিনিক্যাল কাজকর্ম শেখে, আবার অনেকেই পাস কর...

Popular Posts