Thursday, 13 February 2020

বুধ - পর্ব ১৯


তাপমাত্রা

বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বলে পৃথিবীর তুলনায় ১১ গুণ বেশি তাপ ও আলো পায় সূর্যের কাছ থেকে। তাছাড়া সূর্যের চারপাশে সবচেয়ে দ্রুত গতিতে ঘুরলেও নিজের অক্ষে বুধের গতি সবচেয়ে কম। তাই বুধের এক পিঠ সূর্যের আলোতে ঝলসে যেতে থাকে দিনের পর দিন। যেই পিঠে সূর্যের আলো পড়তে থাকে সেই পিঠের তাপমাত্রা +৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। ঠিক সেই সময় বুধের যেই পিঠে সূর্যের আলো পড়ে না সেই পিঠের তাপমাত্রা শূন্য ডিগ্রির অনেক নিচে মাইনাস ১৭০ ডিগ্রি সেলসিয়াস।
            সূর্যের এত কাছে থাকার কারণে বুধে পৃথিবীর মতো ভালো বায়ুমন্ডল তৈরি হয়নি। বুধের খুবই পাতলা বায়ুমন্ডলের কারণে বুধ তাপ ধরে রাখতে পারে না। ফলে যতক্ষণ তাপ পড়ে ততক্ষণই গরম থাকে। যখন সূর্যালোক পড়ে গ্রহটি প্রচন্ড গরম হয়ে উঠে। আর সূর্য আড়াল হলেই হয়ে পড়ে প্রচন্ড ঠান্ডা। +৪৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ১৭০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তাপমাত্রার পার্থক্য প্রায় ছয় শ ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের অন্য কোন গ্রহে তাপমাত্রার এত বেশি পার্থক্য দেখা যায় না। 

No comments:

Post a Comment

Latest Post

কৃত্রিম স্নায়ুতন্ত্র ও যন্ত্রের লেখাপড়া

  মানুষ যখন থেকে বুঝতে পেরেছে যে তাদের মগজে বুদ্ধি আছে এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে বুদ্ধির পরিমাণ এবং তীক্ষ্ণতা বাড়ানো যায় – তখন থেকেই ...

Popular Posts