Wednesday 12 February 2020

বুধ - পর্ব ৭

বুধের চিহ্ন

মৌলিক পদার্থগুলিকে ইংরেজি বর্ণের সাহায্যে সংকেত দিয়ে লেখা হয় সেটা তোমরা জানো। যেমন মৌলিক পদার্থ পারদ বা মার্কারির সংকেত হলো Hg। অক্ষরের বদলে অনেকক্ষেত্রে চিহ্ন দিয়েও এদের নির্দেশ করা হয়। পারদ বা মার্কারির যে চিহ্ন, প্ল্যানেট মার্কারি বা বুধ গ্রহেরও একই চিহ্ন। জীববিজ্ঞানে স্ত্রীবাচক চিহ্ন হলো একটি বৃত্তের নিচে লাগানো একটি যোগ চিহ্ন। এর সাথে বৃত্তের উপরে একটি অর্ধচন্দ্র লাগিয়ে দিলে যা হয় সেটাই হলো বুধের চিহ্ন। এই অর্ধচন্দ্রকে অনেকে দুটো খাড়া শিং-এর সাথেও তুলনা করেন। মনে করা হয় গ্রিক দেবতা হারমিস বা রোমান দেবতা মার্কারি মাথায় যে হেলমেট পরে সেটাতে এই শিং দুটো লাগানো আছে। 

No comments:

Post a Comment

Latest Post

সংবাদপত্রে বঙ্গবন্ধু - ১৫ আগস্ট ২০২৪

  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শোচনীয় মৃত্যু ঘটেছে ৫ আগস্ট ২০২৪। কীভাবে কী হয়েছে তার নানারকম চুলচেরা বিশ্লেষণ আমরা পাচ্ছি এবং পেতেই থাক...

Popular Posts