Thursday, 13 February 2020

বুধ - পর্ব ১৩


বুধে অভিযান

সূর্যের আটটি গ্রহের মধ্যে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল - এই চারটি গ্রহ কঠিন এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন - এই চারটি গ্রহ গ্যাসীয়। কঠিন গ্রহগুলো আকার ও আয়তনে প্রায় কাছাকাছি। এই চারটি গ্রহের ঘনত্বও তুলনামূলকভাবে অন্য চারটি গ্রহ থেকে অনেক বেশি। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে এবং তাদের আয়তন পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি। বুধ, শুক্র ও মঙ্গল - পৃথিবীর কাছাকাছি এই গ্রহ তিনটিতে স্বয়ংক্রিয় নভোযান পাঠানো শুরু হয় ১৯৬২ সালে ম্যারিনার প্রোগ্রামের মাধ্যমে।
            আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্‌স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশান বা নাসা (NASA) ম্যারিনার প্রোগ্রামের আওতায় ১৯৬২ থেকে ১৯৭৩ - এই ১২ বছরে ম্যারিনার-১ থেকে ম্যারিনার-১০ এই দশটি ম্যারিনার মিশন মহাকাশে পাঠায়। তার মধ্যে ম্যারিনার-১০ ছিলো বুধের খুব কাছ দিয়ে ছুটে যাওয়া প্রথম মিশন।
            ম্যারিনার-১, ম্যারিনার-২ ও ম্যারিনার-৫ এর লক্ষ্য ছিল শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া। ম্যারিনার-৩, ম্যারিনার-৪, ম্যারিনার-৬, ও ম্যারিনার-৭ এর লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া। ম্যারিনার-৮ ও ম্যারিনার-৯ এর লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের কক্ষপথে গিয়ে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করা। ম্যারিনার-১০ ছিল শুক্র গ্রহ ও বুধ গ্রহের পাশ দিয়ে যাবার মিশন।

সারণি: ম্যারিনার প্রোগ্রামের দশটি মিশন
মিশন
উড্ডয়নের তারিখ
লক্ষ্য
ফলাফল
ম্যারিনার-১
২২/০৭/১৯৬২
শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া।
ব্যর্থ
ম্যারিনার-২
২৭/০৮/১৯৬২
শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া।
সফল
ম্যারিনার-৩
০৫/১১/১৯৬৪
মঙ্গল গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া।
ব্যর্থ
ম্যারিনার-৪
২৮/১১/১৯৬৪
মঙ্গল গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া।
সফল
ম্যারিনার-৫
১৪/০৬/১৯৬৭
শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া।
সফল
ম্যারিনার-৬
২৫/০২/১৯৬৯
মঙ্গল গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া।
সফল
ম্যারিনার-৭
২৭/০৩/১৯৬৯
মঙ্গল গ্রহের পাশ দিয়ে উড়ে যাওয়া।
সফল
ম্যারিনার-৮
০৯/০৫/১৯৭১
মঙ্গল গ্রহের কক্ষপথে গিয়ে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরা।
ব্যর্থ

ম্যারিনার-৯
৩০/০৫/১৯৭১
মঙ্গল গ্রহের কক্ষপথে গিয়ে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরা।
সফল
ম্যারিনার-১০
০৩/১১/১৯৭৩
শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে গিয়ে বুধ গ্রহের কাছে চলে যাওয়া।
সফল


এই দশটি ম্যারিনার মিশনের মধ্যে ম্যারিনার-১, ম্যারিনার-৩ ও ম্যারিনার-৮ পুরোপুরি ব্যর্থ হয়। বাকি সাতটি মিশন সফল হয়।
            ম্যারিনার প্রোগ্রামে ম্যারিনার-১০ মিশনই ছিল একমাত্র মিশন যার নভোযান বুধ গ্রহের পাশ দিয়ে উড়ে যায় তিন বার। ১৯৭৩ সালে শুরু হয়ে ১৯৭৫ সালে এই মিশন শেষ হবার ২৯ বছর পর ২০০৪ সালে বুধ গ্রহে দ্বিতীয় মিশন - মেসেঞ্জার পাঠানো হয়। ২০১৮ সালে বুধ গ্রহের তৃতীয় মিশন - বেপি-কলম্বো বুধের উদ্দেশ্যে পৃথিবী থেকে যাত্রা শুরু করবে। 

No comments:

Post a Comment

Latest Post

মুহম্মদ নিজাম-এর “ঝড় ও জনৈক চিন্তাবিদ”

  মুহম্মদ নিজাম-এর চিন্তা-চেতনার সাথে আমার প্রথম পরিচয়, বলা যায় ঝটিকা পরিচয়, ঘটে ফেসবুকে তাঁর হ্রস্ব অথচ টাইফুনের শক্তিসম্পন্ন পোস্ট দেখে। ই...

Popular Posts