Thursday 13 February 2020

বুধ - পর্ব ১২


সূর্যের পটভূমিতে বুধ

প্রতি ছয়- সাত বছর পর পর সূর্য, পৃথিবী ও বুধ একই সরল রেখায় আসে। তখন সূর্যের ঠিক নিচ  দিয়ে বা উপর দিয়ে যাবার সময় বুধকে  আকাশে দেখা যায় পৃথিবী থেকে। প্রতি এক শ বছরে ১৩-১৪ বার  বুধকে সূর্য অতিক্রম করতে দেখা যায় পৃথিবী থেকে। সেই সময় পৃথিবী থেকে বুধকে দেখা যায় সূর্যকে আড়াআড়ি অতিক্রম করতে। অর্থাৎ পেছনে সূর্য সামনে বুধ। বুধকে তখন সূর্যের পশ্চাৎপটে একটি ছোট্ট কালো বিন্দুর মতো দেখায়।
            বুধ সবচেয়ে দ্রুত গতির গ্রহ। কিন্তু সূর্যের ব্যাস ১৪ লক্ষ কিলোমিটার। কক্ষপথে বুধের গড় গতি ঘন্টায় ১,৭০,৫০৩ কিলোমিটার। সূর্যের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত যেতে বুধের প্রায় নয় ঘন্টা সময় লাগে। মিড ট্রানজিট বা একেবারে পেট বরাবর যেতে এই সময় লাগে।
            বুধের আংশিক ট্রানজিটও হতে পারে। কোথা দিয়ে যাচ্ছে তার ওপর নির্ভর করে পৃথিবীর কোন কোন্‌ দেশ থেকে তা দেখা যাবে। মিড ট্রানজিট যেদিকে ঘটে সেদিকের দেশগুলো পুরোটা দেখতে পায়, কিন্তু অন্যদিকের দেশগুলো কিছুই দেখতে পায় না।

সারণি: আগামী দিনের মিড ট্রানজিট
১১/১১/২০১৯
১৩/১১/২০৩২
৭/১১/২০৩৯
৭/৫/২০৪৯
৯/১১/২০৫২
১০/৫/২০৬২
১১/১১/২০৬৫
১৪/১১/২০৭৮
৭/১১/২০৮৫
৮/৫/২০৯৫
১০/১১/২০৯৮
১২/৫/২১০৮

No comments:

Post a Comment

Latest Post

Dorothy Crowfoot Hodgkin

  Look closely at the fingers of the person in the picture. Her fingers had not bent in this way due to age; she had been suffering from chr...

Popular Posts