Sunday, 15 December 2019

চাঁদের নাম লুনা - ২০


অ্যাপোলো-৭

মিশন
অ্যাপোলো-৭
কমান্ডার
ওয়াল্টার শিরা (Walter Schirra)
কমান্ড মডিউল পাইলট
ডন আইজলি (Donn Eisele)
লুনার মডিউল পাইলট
ওয়াল্ট কানিংহ্যাম (Walt Cunningham)
উড্ডয়নের তারিখ
১১/১০/১৯৬৮
প্রত্যাবর্তনের তারিখ
২২/১০/১৯৬৮
মহাকাশে অতিবাহিত সময়
১০ দিন ২০ ঘন্টা
মিশনের লক্ষ্য
পৃথিবীর কক্ষপথে চন্দ্রযানে ঘুরতে ঘুরতে আত্মবিশ্বাস বাড়ানো।
ফলাফল
পৃথিবীর কক্ষপথে ১৬৩ বার ঘুরে এসেছে।


এই মিশনটি ছিল অ্যাপোলো প্রোগ্রামের প্রথম মহাশূন্যে মানুষ পাঠানোর মিশন। অ্যাপোলো-১ মিশনের জন্য যে তিনজন অতিরিক্ত নভোচারী ছিলেন তারাই অ্যাপোলো-৭ এর তিনজন নভোচারী।
            রকেটের সাহায্যে সফলভাবে মহাকাশে উড্ডয়নের পর কমান্ড-সার্ভিস ও লুনার মডিউল পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে ১৬৩ বার কক্ষপথে ঘুরে।
            অ্যাপোলো-৭ মিশনকে সম্পূর্ণ সফল বলা যায় না। কারণ কমান্ড মডিউলে তিনজন নভোচারীর ওপর অনেক বেশি ধকল যায়। পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষের সাথে তাদের যোগাযোগ ব্যাহত হয় এবং মাঝে মাঝে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাদের সাথে মতবিরোধ ঘটে। ফলে নভোচারীদের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাদের সম্পর্ক কিছুটা শীতল হয়ে যায়। যে কোন মিশনে শুধু যন্ত্রপাতি নয়, মানুষের সাথে মানুষের সম্পর্কও খুব গুরুত্বপূর্ণ।

অ্যাপোলো-৭ এর তিনজন নভোচারী



No comments:

Post a Comment

Latest Post

R. K. Narayan's 'The Grandmother's Tale'

There are many Indian authors in English literature. Several of their books sell hundreds of thousands of copies within weeks of publication...

Popular Posts