Sunday, 15 December 2019

চাঁদের নাম লুনা - ১০




সূর্যগ্রহণ

চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে। কেউ কিন্তু এক মুহূর্তের জন্যও থেমে নেই। এভাবে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী এবং সুর্যের মাঝখানে এসে পড়ে। তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। ফলে পৃথিবীর যেদিকে এই ঘটনা ঘটে সেই অঞ্চল থেকে সূর্যকে দেখা যায় না। যখন পুরো চাঁদের ছায়ার কারণে সূর্যকে একেবারেই দেখা যায় না তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছে বলা হয়। প্রায় ছয় সাত মিনিট থাকতে পারে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর যদি সূর্যকে আংশিক দেখা যায় তখন হয় আংশিক সূর্যগ্রহণ। বেশিরভাগ সূর্যগ্রহণই হয় আংশিক।



পৃথিবী, সূর্য ও চাঁদের গতিপ্রকৃতি ও অবস্থানের হিসেব করে আগে থেকেই বলে দেয়া সম্ভব কখন সূর্যগ্রহণ হবে এবং পৃথিবীর কোন কোন অঞ্চল থেকে তা দেখা যাবে। নিচের তালিকায় আগামী বিশ বছরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের তারিখ ও পৃথিবীর কোন্‌ কোন্‌ অঞ্চল থেকে তা দেখা যাবে দেয়া হলো।

২০৩৭ সাল পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
তারিখ
কোথা থেকে দেখা যাবে
২১/০৮/২০১৭
ইওরোপের পশ্চিমে, দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর, উত্তর মেরু
০২/০৭/২০১৯
উত্তর আমেরিকার দক্ষিণভাগ, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল, প্রশান্ত মহাসাগর
১৪/১২/২০২০
আফ্রিকার দক্ষিণে, উত্তর আমেরিকার বেশিরভাগ, প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর, দক্ষিণ মেরু
০৪/১২/২০২১
অস্ট্রেলিয়ার দক্ষিণে, আফ্রিকার দক্ষিণে, দক্ষিণ আমেরিকার দক্ষিণে, প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর, দক্ষিণ মেরু
২০/০৪/২০২৩
দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত ও ভারত মহাসাগর, দক্ষিণ মেরু
০৮/০৪/২০২৪
ইওরোপের পশ্চিমে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তরে, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর, উত্তর মেরু
১২/০৮/২০২৬
ইওরোপ, উত্তর-পূর্ব এশিয়া, উত্তর-পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অঞ্চল, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
০২/০৮/২০২৭
দক্ষিণ-পশ্চিম ইওরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ, উত্তর আমেরিকার পূর্বে, আটলান্টিক ও ভারত মহাসাগর।
২২/০৭/২০২৮
এশিয়ার দক্ষিণে, অস্ট্রেলিয়া, প্রশান্ত ও ভারত মহাসাগর, দক্ষিণ মেরু
২৫/১১/২০৩০
এশিয়ার দক্ষিণে, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব আফ্রিকা, প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর, দক্ষিণ মেরু
১৪/১১/২০৩১
উত্তর আমেরিকার বেশিরভাগ, দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম ভাগ, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর
৩০/০৩/২০৩৩
ইওরোপের পশ্চিমে, এশিয়ার পূর্বে, উত্তর আমেরিকার বেশিরভাগ, প্রশান্ত  ও আটলান্টিক মহাসাগর, উত্তর মেরু
২০/০৩/২০৩৪
ইওরোপের বেশিরভাগ, উত্তর-পশ্চিম এশিয়াম আফ্রিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্বে, আটলান্টিক ও ভারত মহাসাগর।
০১/০৯/২০৩৫
ইওরোপের পূর্বে, এশিয়ার বেশিরভাগ, উত্তর আমেরিকার পশ্চিমে, প্রশান্ত মহাসাগর, উত্তর মেরু
১৩/০৭/২০৩৭
এশিয়ার দক্ষিণে, অস্ট্রেলিয়া, প্রশান্ত ও ভারত মহাসাগর


No comments:

Post a Comment

Latest Post

মুহম্মদ নিজাম-এর “ঝড় ও জনৈক চিন্তাবিদ”

  মুহম্মদ নিজাম-এর চিন্তা-চেতনার সাথে আমার প্রথম পরিচয়, বলা যায় ঝটিকা পরিচয়, ঘটে ফেসবুকে তাঁর হ্রস্ব অথচ টাইফুনের শক্তিসম্পন্ন পোস্ট দেখে। ই...

Popular Posts