Sunday 15 August 2021

বঙ্গবন্ধু স্মরণ

 


১৫ আগস্ট আমাদের শোকের দিন। শোক থেকে শক্তি সংগ্রহ  করার দিন। 
১৯৭৫ সালের এই দিনে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। 
শুধু কি সেই রাতেই হত্যা করা হয়েছিল? 

এরপর ১৯৯৬ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা প্রতিদিনই বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাঁর আদর্শকে হত্যা করেছে, তাঁর আদর্শ যারা ধারণ করেছে তাদের সবাইকে হত্যা করেছে। 
শারীরিকভাবে না হলেও অনেককেই আদর্শিকভাবে হত্যা করতে সক্ষম হয়েছে। 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও, বঙ্গবন্ধু হত্যার বিচার হবার পরও - এই বর্তমানেও বঙ্গবন্ধুকে নিয়ে যারা ব্যবসা করছে - তারা প্রতিনিয়তই বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করছে। 

এই মারাত্মক আদর্শ-হত্যার, চরিত্র-হত্যার, নীতি-হত্যার খলনায়করা সমাজের আনাচে-কানাচে উপর থেকে নিচে সবজায়গায় নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা বেশিরভাগ সাধারণ মানুষ - দীর্ঘশ্বাস ফেলে শোক প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারছি না। 

বঙ্গবন্ধু হত্যার বিচার যেন কোনোদিন না হয় - সেই উদ্দেশ্যে ইমডেমনিটি বিল পাস করিয়েছিল বঙ্গবন্ধুর খুনিরা। বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চরম দুর্নীতি যারা করছে,  যারা এখনো প্রতিনিয়ত দেশকে টেনে নিয়ে যেতে চাচ্ছে ঘোর অন্ধকারের দিকে তাদের বিচার কি কখনো হবে? 

নাকি আমরা যারা শুধু বছরের পর বছর ধরে শোক-পালনই করতে থাকবো - নিছক শোকদিবসের আনুষ্ঠানিকতায়?? 



ছবি: বঙ্গবন্ধু ফাউন্ডেশান।


No comments:

Post a Comment

Latest Post

Dorothy Crowfoot Hodgkin

  Look closely at the fingers of the person in the picture. Her fingers had not bent in this way due to age; she had been suffering from chr...

Popular Posts