Tuesday 11 May 2021

শিকড়ের সন্ধানে'র রবীন্দ্রজয়ন্তী


 'শিকড়ের সন্ধানে' ও 'নজরুল চর্চা কেন্দ্র' (পশ্চিমবঙ্গ, ভারত) আয়োজিত অনলাইন রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সংগঠনের সুপ্তা পাল ধর। তাঁর অনুরোধে অনুষ্ঠানের প্রথম দিকে মিনিট খানেক কথা বলতে হয়েছিল। 

অনলাইনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনেকে। দীর্ঘ পাঁচ ঘন্টা ব্যাপী অনুষ্ঠান। 

এই করোনাকালে পৃথিবী একদিকে চরম অসহায় একটি অবস্থা পার করছে। আবার অন্যদিকে বিজ্ঞানের উৎকর্ষে অনলাইন যোগাযোগের মাধ্যমে - রবীন্দ্রনাথের কথার রেশ ধরে বলা যায় - দূরকে করেছে নিকট, আর পরকে করেছে ভাই। 

রবীন্দ্রনাথকে নিয়ে এত মানুষের সামনে আলোচনা করার যোগ্যতা আমার নেই। আমি বিজ্ঞানের ছাত্র। পদার্থবিজ্ঞানে যেমন আইনস্টাইনকে বাদ দিয়ে তেমন কিছুই করা সম্ভব নয়, তেমনি বাঙালি মনন ও দর্শনে রবীন্দ্রনাথকে ছাড়া একটা দিনও আমাদের চলে না। তিনি মিশে আছেন আমাদের সত্ত্বায়। আমাদের প্রতিটি দিনই রবীন্দ্রময়। তবুও আজ তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করছি। এই মহতী আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। 

ইউটিউব লিংক




No comments:

Post a Comment

Latest Post

সংবাদপত্রে বঙ্গবন্ধু - ১৫ আগস্ট ২০২৪

  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শোচনীয় মৃত্যু ঘটেছে ৫ আগস্ট ২০২৪। কীভাবে কী হয়েছে তার নানারকম চুলচেরা বিশ্লেষণ আমরা পাচ্ছি এবং পেতেই থাক...

Popular Posts