Friday 8 June 2018

একজন পলাতকের বিজয় ভাবনা


সে আমার নাম দিয়েছে পলাতক। শুধু আমি নই, আমরা যারা পড়ালেখা করার নামে দেশের বাইরে এসে আর ফিরে যাইনি - সবাই নাকি পলাতক। যুদ্ধ না করে পালিয়ে গেছি দেশ থেকে - এটাই তার যুক্তি। আমার আত্মপক্ষ সমর্থনের যতগুলো যুক্তি আছে - তার কোনটাই কাজ করে না তার কাছে। সে মনে করে বাংলাদেশের যেসব শ্রমিক দেশের বাইরে কাজ করতে যান - তাঁরা অনেক বেশি দেশপ্রেমিক - আমাদের চেয়ে। তাঁরা সারাজীবন দেশের বাইরে থাকলেও দেশেরই থাকেন। আর আমরা - দু'দিন দেশান্তরী হয়েই চিরদিনের জন্য দেশ ছাড়ি।
২০০৭ সালের ১২ জানুয়ারি দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল এই লেখা। 














No comments:

Post a Comment

Latest Post

সংবাদপত্রে বঙ্গবন্ধু - ১৫ আগস্ট ২০২৪

  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শোচনীয় মৃত্যু ঘটেছে ৫ আগস্ট ২০২৪। কীভাবে কী হয়েছে তার নানারকম চুলচেরা বিশ্লেষণ আমরা পাচ্ছি এবং পেতেই থাক...

Popular Posts