Saturday 21 July 2018

বিজ্ঞান কি উপাসনা-ধর্মের প্রতিদ্বন্দ্বী?


জ্যোতিষীরা যেমন ঘটনা ঘটে যাবার পর প্রচার করতে শুরু করেন যে ঘটনা ঘটার আগেই তারা তা ঘটবে জানতেন - সেরকম বৈজ্ঞানিক জ্ঞান অর্জিত হবার পর তা অনেকেই তাঁদের ধর্মীয় গ্রন্থে খুঁজে পান। রাজীব গান্ধী নিহত হবার পর অনেক জ্যোতিষী দাবি করেছিলেন যে তাঁরা আগে থেকেই জানতেন যে এরকম ঘটবে। পুরনো তারিখ দিয়ে নতুন সংবাদপত্র ছাপিয়ে প্রচার চালানো হয়েছিল জ্যোতিষীদের পক্ষে।  













No comments:

Post a Comment

Latest Post

সংবাদপত্রে বঙ্গবন্ধু - ১৫ আগস্ট ২০২৪

  শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শোচনীয় মৃত্যু ঘটেছে ৫ আগস্ট ২০২৪। কীভাবে কী হয়েছে তার নানারকম চুলচেরা বিশ্লেষণ আমরা পাচ্ছি এবং পেতেই থাক...

Popular Posts