Wednesday 25 July 2018

বিজ্ঞানের নামে প্রতারণা



ধর্ম আর বিজ্ঞান নিয়ে বিতর্ক অনেকটা নেশার মত। শুরুতে যতই নিজেকে গুটিয়ে রাখতে চাই, একবার শুরু হয়ে গেলে তখন আর কিছু খেয়াল থাকে না। মায়ামি বিচের পুরো বিকেলটাই মাটি হয়ে গেল আমার। ভদ্রলোকের নাম জন আব্রাহাম। মায়ামির একটি পাবলিক স্কুলের বিজ্ঞানের শিক্ষক। ব্যক্তিগতধর্মে যারা অন্ধ - তাদের হাতে বিজ্ঞানের সব ফ্যাক্ট অক্ষত থাকে না। শুধু বাংলাদেশে নয় - আমেরিকাতেও তা হচ্ছে। এই জন আব্রাহাম ফিজিক্স পড়ানোর ফাঁকে ছাত্রছাত্রীদের মাঝে অলৌকিকত্ববাদও প্রচার করেন তাতে কোন সন্দেহ নেই। আরো বিপদের কথা হলো - জন আব্রাহাম বিশ্বাস করেন যে বাইবেল হলো সকল বিজ্ঞানের মূল ভিত্তি। আমার চারপাশে জন আব্রাহামের মতই পাঁচ ছ'জন লোক, চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছে তাদের। খুব ভয় পাচ্ছিলাম আমি। মায়ামি বিচ এমনিতেই বিপজ্জনক এলাকা। জন আব্রাহাম কিছু লিফলেট ধরিয়ে দিলেন হাতে - খ্রিস্টান দ্বীনের দাওয়াত!!





এই পাউরুটির পিস বিক্রি হয়েছে ২৮ হাজার ডলারে






ব্রিজের নিচে ময়লা পানির দাগে ভার্জিন মেরি














No comments:

Post a Comment

Latest Post

মহাবিশ্বের গোপন রহস্য: ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি

  বিংশ শতাব্দীর শেষে অনেকেই ভেবেছিলেন একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীদের হাতে আবিষ্কারের জন্য সেরকম জটিল কোন সমস্যা থাকবে না। এরকম ধারণা ঊনবিং...

Popular Posts