ইংরেজিতে যেটাকে
আমরা কমন সেন্স বলি সেটা আসলে খুব একটা কমন নয়। বই পড়ে যদি কমন সেন্স শেখা যেতো – তাহলে
অনেক অনেক বই পড়ে বড় বড় পাস দেয়া মানুষের ভেতরও ওই বস্তুটার এত অভাব দেখা যেতো না।
অনেক বছর আগে একটি প্রতিষ্ঠানে কাজ করতাম। সেখানে আমার এক সহকর্মী শিক্ষকদের কমন রুমে
সবার সামনে বসে নাকের লোম ছিঁড়তেন এবং ছিন্নলোম ফুঁ দিয়ে উড়াতেন। কমন রুমের কমন সেন্স!!
তিনি কি বই কম পড়েছেন?
বই পড়ে কমন
সেন্স বাড়ানো যাবে না জেনেও স্যার টেরি ওয়াগ্যানের ‘দ্য লিটল বুক অব কমন সেন্স’ বইটি
পড়ে ফেললাম। বইটি আক্ষরিক অর্থেও বেশ ‘লিটল’। মাত্র ১৩৩ পৃষ্ঠা, পৃষ্ঠার আকারও বেশ
ছোট। পৃষ্ঠাগুলিতেও অনেক ফাঁকা জায়গা আছে, শব্দ দিয়ে আগাপাশতলা ভরিয়ে দেয়া হয়নি। ফলে
পড়ে বেশ আরাম পাওয়া গেল।
স্যার টেরি
ওয়াগ্যান ব্রিটিশ সাংবাদিক। ১৯৭২ থেকে বিবিসির মর্নিং শো উপস্থাপন করছেন। ২০০৫ সালে
নাইটহুড পেয়েছেন। বইটির প্রতিটি লাইনে তাঁর অভিজ্ঞতা এবং স্বভাবসুলভ হিউমার বইটিকে
অত্যন্ত সুখপাঠ্য করে তুলেছে।
জীবনের বেশ
কিছু অপরিহার্য বিষয়ে অত্যন্ত কার্যকর কিছু দর্শন তিনি প্রকাশ করেছেন মাত্র কয়েকটি
শব্দে। যেমন গড সম্পর্কে বলেছেন, ভুলেও কখনও স্বীকার করবেন না যে আপনি ঈশ্বরে অবিশ্বাসী।
নিজের অবিশ্বাস নিজের কাছে রাখুন। নইলে সারাজীবন ধর্মীয় উপদেশ শুনেই কাটাতে হবে। জীবননাশের
সম্ভাবনার কথা তিনি না লিখলেও তো আমরা সবাই জানি ব্যাপারটা কী।
মুখের উপর সত্য
কথা বলার ইচ্ছে হলে তা যেন শুধুমাত্র এমন মানুষের কাছে বলেন যাদের সাথে দ্বিতীয়বার
দেখা হবার সম্ভাবনা নেই। বন্ধুবান্ধব বা পরিবারের কারো সাথেও যদি অপ্রিয় সত্য কথা বলেন,
নিজের ব্যাপারে অসম্ভব কুৎসিত কথা শোনার জন্য প্রস্তুত হয়ে বলবেন।
মিথ্যা কথা
অবশ্যই বলবেন, তবে অবশ্যই ধরা পড়ার জন্য প্রস্তুত হয়ে বলবেন। কারণ মিথ্যা বেশিদিন চাপা
থাকে না।
যা হয়ে গেছে
তা নিয়ে বেশি আফসোস করবেন না। পেছনের দিকে তাঁকিয়ে হাঁটতে থাকলে ল্যাম্পপোস্টে ধাক্কা
খাবেন।
প্রেম, বিরহ,
ভালোবাসা, যৌনতা, চুম্বন, চাকরি, ধনসম্পদ ইত্যাদি নানারকম বিষয়ে ছোট ছোট বাক্যে তিনি
মজার অথচ সত্যি সব কথা বলেছেন। আমাদের বাচালতার জন্য যুৎসই কয়েকটি লাইন তিনি লিখেছেন:
জরুরি প্রয়োজন ছাড়া কোন কথা বলবেন না। যখন বলবেন যতটা সম্ভব সংক্ষিপ্ত এবং মূল বিষয়
বলবেন। নিজেকে জাহির করার জন্য বকবক করবেন না। লিফ্টে, বাসে, ট্রেনে আপনার রাজনৈতিক
বক্তৃতা শুনতে কেউ পছন্দ করে না। যে কোনো পার্টিতে দেখবেন তার কাছে এসেই সবাই কথা বলতে
চায় – যে চুপচাপ শোনে, কিন্তু নিজে কিছু বলে না।
বইটি খুবই মজার।
কমনসেন্স বাড়লো কি না জানি না, পড়তে ভালো লাগলো, পড়ে ভালো লাগলো।
The Little
Book of Common Sense
By Terry
Wogan
Published
by Orion, London, 2014.



No comments:
Post a Comment