Thursday 7 October 2021

মাসুদ রানা ০৫ - মৃত্যুর সাথে পাঞ্জা

 



মাসুদ রানা সিরিজের পঞ্চম বই – প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬৭ সালে। তখনো মাসুদ রানা পাকিস্তানের দুর্ধর্ষ স্পাই। পাকিস্তানের স্বার্থ রক্ষাই তার ব্রত। ভারত পাকিস্তানের শত্রু দেশ। তাই এই বইতেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। 

মৃত্যুর সাথে পাঞ্জার কাহিনি আবর্তিত হয়েছে মূলত কাশ্মিরের মুসলমানদের উপর ভারতীয় সেনাবাহিনীর বন্দীদশা থেকে পাকিস্তানের বিজ্ঞানী সেলিম খানকে উদ্ধার করে নিরাপদে পাকিস্তানে নিয়ে আসার মধ্যে। 

মাসুদ রানা একাই এই মিশন নিয়ে কাশ্মীরের শ্রীনগরে রওনা হয় ছদ্মবেশ। পথে বিভিন্ন ঘটনার মধ্যে তার পরিচয় হয় জিঞ্জির এবং তার দলের সাথে। তারা কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতার জন্য লড়াই করছে। জিঞ্জির আগে সেনাবাহিনীতে ছিলেন। জিঞ্জিরের মেয়ে রুবিনা। সুন্দরী, অভিনেত্রী। অবধারিতভাবে রানার প্রেমে পড়ে যায়। ফজল মাহমুদও রুবিনাকে ভালোবাসে অনেকদিন থেকেই। কিন্তু মাহমুদের ক্যান্সার। 

অবশেষে অনেক বীরত্ব মারপিট উত্তেজনা ইত্যাদির শেষে রানার জয়লাভ। 

এই বইটি পড়লাম ঘরের ভেতর হাঁটতে হাঁটতে। 




No comments:

Post a Comment

Latest Post

নিউক্লিয়ার শক্তির আবিষ্কার ও ম্যানহ্যাটন প্রকল্প

  “পারমাণবিক বোমার ভয়ানক বিধ্বংসী ক্ষমতা জানা সত্ত্বেও আপনি কেন বোমা তৈরিতে সহযোগিতা করেছিলেন?” ১৯৫২ সালের সেপ্টেম্বরে জাপানের ‘কাইজো’ ম্য...

Popular Posts