Sunday, 20 January 2019

চাঁদের বিজ্ঞান নবম পর্ব


অ্যাপোলো-১৭ ছিল অ্যাপোলো প্রোগ্রামের সর্বশেষ মিশন। এই মিশনের পর মানুষ আর চাঁদে যায়নি। কারণ চাঁদে যেসব যন্ত্রপাতি মানুষ বসিয়ে এসেছে এবং বর্তমানে প্রযুক্তির এত উন্নতি হয়েছে যে চাঁদে সশরীরে না গিয়েও চাঁদের ছবি তোলা যাচ্ছে। চাঁদের কক্ষপথে স্থাপিত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করা যাচ্ছে।

দশ পর্বের এই সিরিজের নবম পর্বে আলোচনা করা হয়েছে চাঁদে মানুষ যাওয়ার সর্বশেষ মিশন অ্যাপোলো-১৭ সম্পর্কে। 






No comments:

Post a Comment

Latest Post

তেজস্ক্রিয় সুপারহিরো: কল্পনা ও বিজ্ঞান

  নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ডক্টর রবার্ট ব্রুস ব্যানারকে আমরা অনেকেই চিনি। তাঁর চেয়েও বেশি চিনি তাঁর দ্বিতীয় সত্ত্বা হাল্ক-কে যিনি রেগে গেলে...

Popular Posts