Sunday, 20 January 2019

চাঁদের বিজ্ঞান পঞ্চম পর্ব


চাঁদে আমেরিকানদের অভিযানের শুরুটা খুব একটা ভালো হয়নি। ১৯৫৮ থেকে ১৯৬৪ পর্যন্ত পরপর ১৫টি মিশন ফেল করে আমেরিকানদের। সবাই ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন জিতে যাবে। কিন্তু শেষপর্যন্ত আমেরিকানরাই সফল হয়।

দশ পর্বের এই সিরিজের পঞ্চম পর্বে আলোচনা করা হয়েছে আমেরিকার চাঁদে অভিযানের পাইওনিয়ার প্রোগ্রাম, র‍্যাঞ্জার প্রোগ্রাম,  সার্ভেয়ার প্রোগ্রাম, এবং লুনার অরবিটার প্রোগ্রাম সম্পর্কে। 






No comments:

Post a Comment

Latest Post

নিউক্লিয়ার ঘড়ি

  মানব সভ্যতা বিকাশের শুরু থেকেই সময় সম্পর্কে মানুষ সচেতন হতে শুরু করেছে। সময়ের সাথে সাথে মানুষ যতই বিজ্ঞান ও প্রযুক্তিগতভাবে আধুনিক হচ্ছে ত...

Popular Posts