Wednesday, 16 January 2019

চাঁদের বিজ্ঞান প্রথম পর্ব



সৌরজগতের গ্রহগুলোর মোট চাঁদের সংখ্যা বর্তমানে ১৮১। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়তে পারে। আমাদের গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের যে প্রতিবেশী সে আমাদের একমাত্র চাঁদ। মাত্র চার লক্ষ কিলোমিটার দূরে সে থাকে। অন্য সব চাঁদের আলাদা আলাদা নাম আছে, অথচ আমাদের চাঁদের কোন আলাদা নাম নেই। পৃথিবীর মানুষ চাঁদকে দেবতা মনে করে বিভিন্ন নাম দিয়েছে - লুনা, সেলিনি ইত্যাদি, কিন্তু সেগুলোর কোনটাই বৈজ্ঞানিকভাবে স্বীকৃত নাম নয়। 

দশ পর্বের এই সিরিজের প্রথম পর্বে আলোচনা করা হয়েছে চাঁদ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের প্রাচীন বিশ্বাস ও সংস্কারের কথা। 





No comments:

Post a Comment

Latest Post

তেজস্ক্রিয় সুপারহিরো: কল্পনা ও বিজ্ঞান

  নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ডক্টর রবার্ট ব্রুস ব্যানারকে আমরা অনেকেই চিনি। তাঁর চেয়েও বেশি চিনি তাঁর দ্বিতীয় সত্ত্বা হাল্ক-কে যিনি রেগে গেলে...

Popular Posts