Saturday, 5 May 2018

তির্যক নাট্য উৎসব '৯৩

আমি মঞ্চনাটক ভালোবাসি। ছোটবেলা থেকে নাটকে অভিনয় করার শখ ছিল। গ্রামে আমাদের ক্লাব ছিল এবং আমরা প্রতি বছর দুর্গাপূজায় নাটক করতাম। ১৯৮৯ সালে তির্যক নাট্যগোষ্ঠীতে সদস্য হিসেবে ভর্তি হয়েছিলাম। নাটকের পর্দার পেছনে কাজ করেছি কয়েকটা নাটকে। একটা নাটকে একটা চরিত্রে অভিনয়ের মহড়া দিয়েছিলাম কিছুদিন। পরে তির্যক ভাগ হয়ে যায়। আহমেদ ইকবাল হায়দার একটা অংশ নিয়ে শিল্পকলা থেকে মুসলিম হলের দিকে চলে যান। তাঁর অংশের নাম হয় তির্যক নাটয়দল। আর মূল অংশের নাম তির্যক নাট্যগোষ্ঠী রয়ে যায়। আমি পুরনো গ্রুপের সাথে রয়ে যাই। কিন্তু আমার কাজ খুব একটা নিয়মিত হয় না। আমি সময় দিতে পারি না। মাঝে মাঝে শিল্পকলা একাডেমিতে যেতাম। ১৯৯৩ সালে তির্যক নাট্য উৎসবে কিছু দায়িত্ব পালন করেছিলাম। পরে উৎসবের ওপর একটা প্রতিবেদন লিখেছিলাম। সেটা আজাদীতে প্রকাশিত হয়েছিল।


No comments:

Post a Comment

Latest Post

James Watson – an extraordinary scientist, but an intolerable racist and misogynist man

  The “Eagle” pub on the Cambridge campus has become as famous as Cambridge University itself, having witnessed hundreds of discoveries, inn...

Popular Posts