Saturday 7 October 2023

নোবেল পুরষ্কার ২০২৩ – সাহিত্য

 


২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন নরওয়ের লেখক ইয়ন ফসি (Jon Fosse)। ১৯৫৯  সালের ২৯ সেপ্টেম্বর জন্ম তাঁর। গদ্য, পদ্য, নাটক, প্রবন্ধ অনেককিছু লিখেছেন তিনি। অনেকগুলি সাহিত্য পুরষ্কার পেয়েছেন। মূলত নরওয়েজিয়ান ভাষায় লেখেন তিনি। তবে অনেক পদ্য, গদ্য এবং নাটক ইংরেজিতে অনূদিত হয়েছে। 


ইয়ন ফসি


[অন্যান্য বছরের মতো এবছরও দেখা যাচ্ছে, নোবেল পুরষ্কারপ্রাপ্ত সাহিত্যিকের নাম আমি এই প্রথম শুনলাম। বিশ্বসাহিত্যে আমার জ্ঞান যে শূন্য তা আবারো প্রমাণিত হলো।]


No comments:

Post a Comment

Latest Post

চন্দ্রায়ন ৩

  মহাবিশ্বে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে গড়ে মাত্র ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে থাকে। সৌরজগতের অন্য গ্রহগুলি এবং তাদের উপগ্র...

Popular Posts