Sunday 29 April 2018

বাঙালি নারীরা তাদের ঐতিহ্য হারাচ্ছে


বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোতে একটা পাতা থাকে শুধুমাত্র মহিলাদের জন্য - মহিলাদের পাতা। সপ্তাহে একদিন সেখানে শুধুমাত্র মেয়েদের লেখা প্রকাশিত হয়। দৈনিক পূর্বকোণ-এর মহিলাদের পাতায় অ্যানি একসময় লিখতে শুরু করেছিল। তার তখনকার লেখাগুলো আমি দেখে দিতাম। পূর্বকোণের মহিলাদের পাতায় একটা সিরিজ আলোচনা শুরু হয়েছিল 'বাঙালি নারীরা তাদের ঐতিহ্য হারাচ্ছে' শিরোনামে। চট্টগ্রামের বিশিষ্ট লেখকদের মধ্যে যাঁরা মহিলা তাঁদের অনেকেই লিখলেন সেখানে। অ্যানিরও একটা লেখা প্রকাশিত হলো। তার লেখার সমালোচনা করে একটি লেখা প্রকাশিত হলো। অ্যানির লেখার পক্ষে একটি লেখা তৈরি করে নিয়ে গেলাম পূর্বকোণ অফিসে। পত্রিকা অফিসের কারো সাথে, কোন সম্পাদকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না। কারো সাথে আমার নিজের লেখা নিয়ে আলোচনা করতেও আমার স্বস্তি হয় না। আমি সাধারণত পত্রিকা অফিসের চিঠির বাক্সে লেখা ফেলে দিয়ে আসতাম। সেদিন এই লেখাটা নিয়ে ভেতরে গেলাম। তখন মহিলাদের পাতা সম্পাদনা করতেন সাংবাদিক বিশ্বজিত চৌধুরি। তিনি লেখাটি হাতে নিয়েই বললেন, মহিলাদের পাতায় তো পুরুষ লেখকের লেখা প্রকাশ করা হয় না। তাহলে? লেখাটা নিয়ে চলে আসার সিদ্ধান্ত নেয়ার আগেই তিনি বললেন, "একজন মহিলার নামে লেখাটি প্রকাশ করা যাক। একটা নাম দেন।" সেই মুহূর্তে যে নামটা মনে এসেছিল - সেই নামেই লেখাটি প্রকাশিত হয়েছিল ১৯৯৪ সালের ৯ জানুয়ারি।   











No comments:

Post a Comment

Latest Post

চন্দ্রায়ন ৩

  মহাবিশ্বে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে গড়ে মাত্র ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে থাকে। সৌরজগতের অন্য গ্রহগুলি এবং তাদের উপগ্র...

Popular Posts