Tuesday, 24 April 2018

একুশ আমাদের এই শিখিয়েছে


অরূপ রতন চৌধুরির ক্লাব থেকে একটা স্মরণিকা প্রকাশিত হয়েছিল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ১৯৮৪ সালে। 'সূর্য সংকেত' নামের এই স্মরণিকায় অরূপ আমার একটি কবিতা ছাপিয়েছিল। কিশোর বয়সের আবেগে সেদিন যা লিখেছিলাম:  

একুশ আমাদের এই শিখিয়েছে
প্রদীপ কুমার দেব

একটা আন্দোলন, একটা মরণ শপথ
একটা স্বাধীনতা, একটা লাল তারিখ
রক্তে রাঙা পলাশ ঢাকা একুশ।
কতো স্নিগ্ধ, কতো পবিত্র।
ইতিহাস বদলায়, পাল্টায়, পাল্টালো
লাল তারিখে আরো লাল লেগেছে,
তাজা রক্ত, এ রক্ত বিপ্লবের।
সোনার বাংলার সবুজ মাঠে রক্তসূর্য,
সাক্ষী হয়ে আছে সূর্যতরুণের রক্তদানের,
রক্তদান, অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে।
স্বাধীনতা, নবজন্ম, রক্ষা করার জ্বলন্ত মশাল,
মশালের আগুন, মোজাম্মেলের মত শহীদদের খুন।
কিন্তু কতদিন? দাবিয়ে রাখবে?
পারবে না কোন দিন।
সংস্কার মুক্তি, বেড়া ভেঙে, আগল ডিঙিয়ে
ছুটবে বিপ্লবের লাগামহীন পাগলা ঘোড়া
বুলেট তাকে ছুতে পারবে না।
সাবধান ওই আসছে সূর্যতরুণ
বিপ্লবের আগুন, জ্বলন্ত বারুদ
অন্যায়ের মূল উপড়ে ন্যায়ের বীজ করবে বপন
শোষণ যাবে ভাগাড়ে।
সেদিন তারা বলবে
"একুশ আমাদের এই শিখিয়েছে।"
______________
সূর্য সংকেত
| ১৪
_______________



2 comments:

  1. অনন্যা13 June 2021 at 05:09

    এই কবিতাটা অসাধারণ। "বুদ্ধের প্রতি" থেকে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে।এত ছোট বয়সে তুমি এত সুন্দর কবিতা লিখতে!

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ অনন্যা। এই কবিতাটি লিখেছিলাম আমার বন্ধু অরূপের অনুরোধে। সে একটা ম্যাগাজিন বের করেছিল তখন।

      Delete

Latest Post

Terry Wogan's "The Little Book of Common Sense"

  What we call common sense in English is not very common at all. If common sense could be learned by reading books, then those who have re...

Popular Posts