প্রথম দেখা আমেরিকা



ভূমিকা

প্রথমবার আমেরিকায় যাবার সুযোগ হয়েছিল ২০০২ সালের এপ্রিলে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির কনফারেন্সে। সেই সময়ের অনুভূতি ও অভিজ্ঞতার প্রতিফলন প্রকাশিত হয়েছিল 'আল্‌বুকারকি থেকে হলিউড' নামে। বইটি এখন আউট অব প্রিন্ট। মীরা প্রকাশন নতুন আঙ্গিকে বইটি আবার প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। নতুন আঙ্গিকে বইটির নাম বদলে গেছে এবং বিন্যাসেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। মীরা প্রকাশনের হারুন ভাইকে ধন্যবাদ তাঁর উদ্যোগের জন্য।
            অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল ও মেলবোর্ন ইউনিভার্সিটি'র স্কুল অব গ্র্যাজুয়েট স্টাডিজ মেলবোর্ন থেকে আল্‌বুকারকি পর্যন্ত আমার ভ্রমণ-খরচ বহন করেছে। লস আলামোস ন্যাশনাল ল্যাবের ডক্টর স্টিভেন কারাটিগ্লিদিস ও মেলবোর্ন ইউনিভার্সিটির থিওরেটিক্যাল ফিজিক্সের প্রফেসর কেন্‌ অ্যামোস এই ভ্রমণে আমাকে বিশেষ সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। ফ্রান্সের ডেফিন, সিলিন ও হ্যানেন হলিউড সিটিতে দু'দিন আমার সাথে ঘুরেছিল। সেজন্য তাদের ধন্যবাদ। পূজা আমার পান্ডুলিপি নতুন করে কম্পিউটারে কম্পোজ করে দিয়েছে। তাকেও ধন্যবাদ।

অক্টোবর ২০১৫                                                                প্রদীপ দেব
মেলবোর্ন, অস্ট্রেলিয়া                                  pradipdeb2006@gmail.com


এখানে অনেকগুলো ছবি সংযুক্ত করা হয়েছে যা বইতে প্রকাশিত হয়নি। 

No comments:

Post a Comment

Latest Post

নিউক্লিয়ার ঘড়ি

  মানব সভ্যতা বিকাশের শুরু থেকেই সময় সম্পর্কে মানুষ সচেতন হতে শুরু করেছে। সময়ের সাথে সাথে মানুষ যতই বিজ্ঞান ও প্রযুক্তিগতভাবে আধুনিক হচ্ছে ত...

Popular Posts